June 10, 2020
আইপিও কি?
IPO বা আইপিও এর পূর্ণরুপ Initial Public Offering বা প্রাথমিক গণপ্রস্তাব। লিমিটেড কোম্পানি সমূহ মূলধন সংগ্রহের জন্য প্রাইমারি মার্কেটে শেয়ার অফার করে, সর্বসাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সেই শেয়ার ক্রয়ের জন্য আবেদন করেন, এই প্রক্রিয়াকে আইপিও বলে। লটারির মাধ্যমে আইপিওর শেয়ার বিতরন করা হয় যেখানে আপনি মিডওয়ে সিকিউরিটিজের মাধ্যমে আইপিওতে আবেদন করতে পারবেন। লটারির পর আপনি আইপিও পেলে আপনার বিও কোডে শেয়ার জমা হবে, আইপিও না পেলে আপনার টাকা বিও কোডে ফেরত দেয়া হবে। আইপিও আবেদনের জন্য সার্ভিস চার্জ মাত্র ১০ টাকা।