June 10, 2020
আমি কি ভাবে বিও একাউন্ট খুলবো?
বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য বিও একাউন্ট খোলা হচ্ছে প্রথম ধাপ। বিও একাউন্ট খোলার জন্য এই লিংকে ক্লিক করুন। এই বিও ফর্ম পুরন করে সাবমিট করার পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে বিও একাউন্ট খুলে আপনাকে কনফার্মেশন ইমেল দেয়া হবে।