৮ই মার্চ ২০২০ ইং – সাপ্তাহিক মিউচুয়াল ফান্ড রিপোর্ট
NAV (Basis of Cost Price): কোম্পানির কাছে যে শেয়ারগুলো কেনা রয়েছে তার ক্রয় মুল্যকে তার ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে।
NAV (Basis of Market Price): কোম্পানির কাছে যে শেয়ারগুলো কেনা রয়েছে তার বর্তমান বাজার মুল্যকে তার ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে।
Current Market Price: মিউচুয়াল ফান্ড বর্তমানে যে দামে ট্রেড হচ্ছে সেটা কারেন্ট মার্কেট প্রাইস কিন্তু এখানে গত দিনের ক্লোজিং এর দাম ধরা হয়েছে ইনভেস্টোরদের বুঝার সুবিধার্তে।
যে সকল মিউচুয়াল ফান্ডের শেয়ারের মার্কেট ভ্যালু তার কস্ট ভ্যালু থেকে বেশি, সেই মিউচুয়াল ফান্ডগুল ভাল পার্ফম করছে এবং তাদের গ্রোথ ভাল হবে এটা আশা করা যায়। এই ধরনের মিউচুয়াল ফান্ডের ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সক্ষমতা অনেক বেশি।
সাধারন বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানানোর জন্যই এই রিপোর্টটি করা হয়েছে। ক্রয়-বিক্রয় সিদ্ধান্ত সম্পুর্ন বিনিয়োগকারীর নিজের। এই রিপোর্টটি শেয়ার ক্রয়-বিক্রয়ের কোন পরামর্শ দেয়ার জন্য নয়।